একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে জাতীয় সংসদে পাস হওয়া ৯টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি। আজ ৭ ডিসেম্বর তিনি এই সম্মতি দেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
রাষ্ট্রপতির সম্মতি পাওয়া ৯টি বিল হচ্ছে- বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১, বিশেষ নিরাপত্তা বাহিনী ((Special Security Force)) বিল, ২০২১, Bangladesh House Building Finance Corporation (Amendment) Bill ২০২১, বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল, ২০২১, ব্যাংকার বহি সাক্ষ্য বিল, ২০২১, মহাসড়ক বিল, ২০২১, টেরিটরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস (এমেন্ডমেন্ট) বিল, ২০২১, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১ ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) বিল, ২০২১।
