২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার শরৎকাল

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ফের পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

কক্সবাজার থেকে দীপন বিশ্বাস : ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ফের পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।৭ ডিসেম্বর বেলা ১টার দিকে টেকনাফ থেকে চারটি পর্যটকবাহী জাহাজে প্রায় ৭শ’ পর্যটক সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। তাই মঙ্গলবার দুপুরে টেকনাফ থেকে পর্যটকবাহী চারটি জাহাজ দ্বীপে গেছে। জাহাজগুলো ফেরার সময় দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিয়ে আসবে।’যার ফলে আটকে পড়া যেসব পর্যটক শংকায় ছিলেন তাদের শংকা কেটে যাবে। ইতোপূর্বে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছিল উপজেলা প্রশাসন। দুই দিন বন্ধ থাকার পর ফের জাহাজ চলাচল শুরু হল। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় এই রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। জাহাজগুলো বিধি মেনে পর্যটক নিয়ে চলাচলের আর বাঁধা নেই।