নারী সহকর্মীকে ‘যৌন উসকানিমূলক’ মেসেজ পাঠানোর অপরাধে শুধু অধিনায়কত্ব নয়, দলই ছাড়তে হলে অসি উইকেটকিপার টিম পেইনকে।
অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকেই বিরতিতে গেছেন টিম পেইন। তার অবর্তমান অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন দলটির পেস-অলরাউন্ডার প্যাট কামিন্স। এর সঙ্গে নতুন উইকেটকিপারও পেল টিম অস্ট্রেলিয়া। আসন্ন অ্যাশেজ সিরিজের জন্য অ্যালেক্স ক্যারেকে উইকেটকিপার হিসেবে বেছে নিয়েছে অস্ট্রেলিয়া। অর্থাৎ আগামী ৮ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবা টেস্টে অভিষেক হতে চলেছে ৩০ বছর বয়সি এই ক্রিকেটারের। টেস্টের ক্যাপ মাথায় তুলে ক্যারে হবে অস্ট্রেলিয়ার ৪৬১তম টেস্ট ক্রিকেটার ও ৩৪তম উইকেটরক্ষক। অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৪৫ ওয়ানডে ও ৩৮ টি-টোয়েন্টি খেলেছেন এ বাঁহাতি ব্যাটার।
