২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার শরৎকাল

জ্যোতি মল্লিক বাবুর পিতা খিরোদ মল্লিক আর নেই

কক্সবাজার প্রতিবেদক : বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক-কক্সবাজার জেলা বাংলাদেশ হিন্দু পরিষদ এর সমন্বয়কারী জ্যোতি মল্লিক বাবুর পিতা খিরোদ মল্লিক আজ ১ ডিসেম্বর সকালে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন।ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।
জ্যোতি মল্লিক বাবুর পিতা খিরোদ মল্লিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী ও পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ শোক বার্তায় তিনি খিরোদ মল্লিক এর আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরো শোক জানান বাংলাদেশ হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু যুব প্রবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, কক্সবাজার পূজা উদযাপন পরিষদ সহ অন্যান্য সংগঠন, রাজনীতিবিদ ও গণমান্য ব্যক্তিবর্গ।