২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এর সাথে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন-সিবিএ নেতৃবৃন্দের স্বাক্ষাৎ

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জননেতা জনাব হাবিবুর রহমান সিরাজ সম্প্রতি চট্টগ্রাম সফরকালে ২৮ নভেম্বর-২০২১ রোজ রবিবার মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮৩৩) সিবিএ নেতৃবৃন্দ স্থানীয় এক হোটেলে জননেতা জনাব হাবিবুর রহমান সিরাজ এর সাথে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন। সৌজন্য স্বাক্ষাৎকালে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন-সিবিএ সভাপতি জনাব সাদিকুর রহমান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এ শ্রমিক কর্মচারীদের দাবী আদায়ের একমাত্র সংগঠন জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন-সিবিএ সম্পর্কে নেতাকে অবহিত করেন। তাছাড়া সেক্টরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়েও দীর্ঘক্ষন আলাপ আলোচনা করেন। স্বাক্ষাৎকালে নেতৃবৃন্দ জননেতা জনাব হাবিবুর রহমান সিরাজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সৌজন্য স্বাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জনাব মোঃ শফর আলী, সিবিএ সাধারণ সম্পাদক জনাব মোঃ হামিদুর রহমান, সহ সাধারণ সম্পাদক জনাব মোঃ তৌহিদ হোসেন এবং অর্থ ও দপ্তর সম্পাদক জনাব মোঃ আইয়ুব।