
বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের লোহাগাড়ায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী (শনিবার) বেলা ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে এই ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ আব্দুল মোত্তারেব সিআইপি।
বক্তব্যে তিনি বলেন, দৈনিক যুগান্তর গণ মানুষের মূখপাত্র হিসেবে কাজ করছে। বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার অন্যতম ভূমিকা রাখে। পত্রিকাটি একদিকে যেমন জনমানুষের জীবন সঙ্কটের খবর পাঠক সমাজের সামনে সাবলীলভাবে তুলে ধরেন, তেমনি দেশের স্বার্থে বহু অসংগতির খবর যুগান্তরের সাংবাদিকদের সাহসী কলমে উঠে আসে। দুই যুগের ও বেশি সময় ধরে দেশের শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তর তার বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। আমি আশা করি আগামীতেও যুগান্তর গনমানুষের মূখপাত্র হিসেবে কাজ করে যাবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সালাহ উদ্দীন হিরু।
লোহাগাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক কাইছার হামিদের সঞ্চালনায় বর্ণিল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদ গ্রুপের ডিএমডি নূরে ইয়াছমিন ফাতিমা। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দীন রানা।

অন্যান্যদের র মধ্যে বক্তব্য রাখেন সাতকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন, প্রধানমন্ত্রী বিশেষ সহকারি ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার ব্যক্তিগত সহকারি আরিফুল ইসলাম, দৈনিক যুগান্তরের বান্দরবান(দক্ষিণ)প্রতিনিধি ইলিয়াস আরমান, লামা উপজেলা প্রতিনিধি ইলিয়াছ সানী, আনন্দ টিভি চট্রগ্রাম দক্ষিণ প্রতিনিধি সেলিম উদ্দীন, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি ফাহিম শাহরিয়ার শেফায়েত, সিপ্লাস প্রতিনিধি দেশপ্রিয় বড়ুয়া, জনবানী প্রতিনিধি দলিলুর রহমান প্রমূখ।
দৈনিক যুগান্তরের প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের আত্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুল গফুর।
চট্টগ্রাম – ১৫ (লোহাগাড়া- সাতকানিয়া) আসনের সাংসদ আব্দুল মোতালেব সিআইপিসহ অতিথিবৃন্দ কেক কেটে এ বর্ণিল আয়োজন উদযাপন করেন।