বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি স্বাস্থ্য পরিদর্শক বাবুল দাশের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) উপজেলার আজিজনগর ইউনিয়নের উত্তর পাড়া কমিউনিটি ক্লিনিক চত্বরে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ ফরহাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন কোম্পানী।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, বিদায় অতিথি বাবলু দাশ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দিদারুল ইসলাম, সিসি কোষাধ্যক্ষ মৃদুল কান্তি দাশ, ইউপি মেম্বান মোবারক হোসেন মহরম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আমজাদ হোসেন চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, লামা অফিসের ক্যাশিয়ার, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, সিএইচসিপি জুনাইদুল ইসলাম ও স্বাস্থ্য সহকারী সৈয়দ খালিদ মাহমুদ।