চারিদিকে সবুজে ঘেরা শুধু পাহাড় আর পাহাড়।মেঘ ও কুয়াশাচ্ছন্ন পাহাড়গুলোর সাথে আকাশের মিতালী নজর কেড়ে নিবে যেকোন পর্যটকের। বসে বসে বিরক্তহীন দিন রাত কাটিয়ে দেওয়া যাবে এই পাহাড়ের চূড়ায়। দেখা যাবে লামা ও আলীকদম উপজেলাসহ কক্সবাজার জেলার সুদূরের বিস্তৃর্ণ এলাকাসমূহ। চারিদিকে সবুজ, উঁচু-নিচু পাহাড়। পূর্বেদিকে তাকালেই লামা উপজেলা শহর। আরেকটু দূরে তাকালে আলীকদম উপজেলা এবং পশ্চিমে চোখ ফেললেই কক্সবাজার জেলা। রাত হলে দূরের বাতির আলোগুলো মিটমিট করে জ্বলে উঠে। সবই যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি।
বলছি বান্দরবানের পর্যটন শিল্পে নতুনভাবে যোগ হওয়া দুটি পর্যটন স্পট মারাইংছা হিল ও মিরিঞ্জা ভ্যালীর কথা। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৮শ ফুট উঁচুতে পাশাপাশি অবস্থিত লামা উপজেলার এই দুটি পর্যটন স্পটে বসে সময়ের ব্যবধানে দেখা যাবে পূর্বদিকের সূর্যোদয় এবং পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার দৃশ্য। প্রতিমূহুর্তে ভিন্ন ভিন্ন রক্তিম অবয়ব ধারণ করে এই দুটি পর্যটন স্পট। প্রকৃতির রূপ দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে, বুঝার সুযোগ নেই। ঘুরতে আসা পর্যটকরা দলবেঁধে গল্প-আড্ডা-গান চলে সারাদিন এমনকি রাতেও।