স্টুডিওভিত্তিক মেকআপ আর্টিস্টদের চাহিদা বেড়েছে আজকাল। অনেকের হাতে বউ সাজতে কয়েক মাস আগেই বুকিং দিতে হয়। জাহিদ খান এই সময়ের তেমনি একজন জনপ্রিয় মেকআপ আর্টিষ্ট। তাঁর কাছে কনে সাজতে দেশ সেরা তারকা থেকে শুরু করে অনেকে সাধারণ মেয়েও এখন ইচ্ছে পোষণ করেন। ‘বর্ণিল বিয়ে’ ম্যাগাজিনের জন্য নিজের সিগনেচার স্টাইলে সাজালেন জাহিদ খান। কি এমন বিশেষত্ব আছে তার সাজে, জানতে উপস্থিত ছিলেন আবৃতি আহমেদ বর্ণিল বিয়ের জন্য গোলাপি রঙের জামদানি শাড়িতে স্নিগ্ধ কনে সাজালেন জাহিদ খান। পেছনে টেনে খোঁপা বেঁধেছেন চুলে, তাতে শাড়ির সঙ্গে রং মিলিয়ে গুঁজে দিয়েছেন চারটি তাজা গোলাপ। মুখের সাজে চাকচিক্যের বদলে দিয়েছেন স্নিগ্ধ মেকআপ। কাজল দেওয়া হালকা চোখ, হালকা ঠোঁট আর গালে হালকা গোলাপি আভা। শাড়ির রং হালকা বলেই সাজে বেছে নিয়েছেন গাঢ় সবুজ পান্নার গয়না। মিলিয়ে কানে দুল আর সিঁথিতে টিকলি। দুই হাতে সাদা, সবুজ কাচের চুড়ির সঙ্গে পরিয়েছেন কুন্দনের চুড়ি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীপ্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির পুরানো কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে
৬ মার্চ বুধবার সন্ধ্যায় বাইশারী বাজার প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কার্যালয়ে বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবায়েদ নাহিদ নূর এর পরিচালনায় আলি মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংলাক্য মার্মার সভাপতিত্বে পুরনো কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আহবায়ক কমিটি গঠন করা হয় এতে নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংহ্লায়েই মার্মা কে আহবায়ক বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বেলাল কে সদস্য সচিব রুবায়েদ নাহিদ নূর যুগ্ম আহবায়ক মোঃ নাজিম উদ্দীন, মোঃ সিরাজুল হক,নুরুল আজিম,ওবায়দুল করিম,সদস্য করে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এতে উপস্থিত ছিলেন। লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহামুদুল হাসান, ওবায়দুল করিম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মাস্টার নাজিম উদ্দীন, মাস্টার হাফেজ আহমদ, মাস্টার সিরাজ, মাস্টার সেলিম, মাস্টার মংএছাই মার্মা প্রমুখ।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একবার পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছিলেন। লিটন দাস আবারও সে অভিজ্ঞতার মুখোমুখি। শ্রীলঙ্কার বিপক্ষে পরশুর তৃতীয় ওয়ানডের ১৫ জনের দল থেকে বাদ পড়েছেন তিনি। তাঁর জায়গায় ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী।
দল থেকে বাদ পড়ে লিটন আজ বিকেলে ৩টা ১০ এর ফ্লাইটে ঢাকা চলে যাচ্ছেন। ঢাকা থেকে জাকেরেরও আজই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডে খেলে একটি রানও করতে পারেননি লিটন। প্রথম ম্যাচে প্রথম ও দ্বিতীয় ম্যাচে আউট হয়ে যান তৃতীয় বলে। লিটনের এই ফর্ম দেখে নির্বাচকদের মনে হয়েছে তাঁকে আপাতত দলের সঙ্গে রেখে কোনো লাভ নেই। নির্বাচক কমিটির পক্ষ থেকে লিটনকে সরাসরিই বলা হয়েছে তাঁকে বাদ দেওয়া হয়েছে বাজে পারফরম্যান্সের কারণে।চলতি ওয়ানডে সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রান পাননি লিটন। তিন ইনিংস মিলিয়ে করেছিলেন মোট ৪৩ রান। তিন সংস্করণ মিলিয়ে লিটন সর্বশেষ ফিফটি পেয়েছেন গত বছর অক্টোবরে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে। ১৯ অক্টোবর পুনেতে ভারতের বিপক্ষে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন। এরপর তিন সংস্করণ মিলিয়ে সর্বশেষ ১৪ ইনিংসে ফিফটি নেই লিটনের।
লিটনের বাদ পড়া এবং জাকেরের ডাক পাওয়া নিয়ে জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘সিরিজ এখন সমতায়। আমরা বিশ্বাস করি, জাকের দলের মিডল অর্ডারে আরও বেশি সম্ভাবনা ও সুযোগ তৈরি করবে। সাদা বলে সাম্প্রতিক সময়ে লিটনের পারফরম্যান্স বিচারে আমরা এই পরিবর্তনটা করেছি। সেটা স্কোয়াডে অন্য দুজন ওপেনারের কথা মাথায় রেখেই করা হয়েছে।’
টি–টোয়েন্টি সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজ ১–১ ব্যবধানে সমতায়। আগামী সোমবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
ভারতীয় নৌবাহিনী ওই জলদস্যুদের আত্মসমর্পণ করতে আর জাহাজটি ও কোনো বেসামরিক তাদের হাতে আটক থাকলে তাদের ছেড়ে দিতে বলেছে।
ভারতীয় নৌবাহিনী সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা মাল্টার পতাকাবাহী একটি জাহাজে হস্তক্ষেপ করে সেখানে থাকা সব দস্যুকে আত্মসমর্পণ করতে বলেছে।
শনিবার ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র একথা জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ওই মুখপাত্র জানান, গত ১৪ ডিসেম্বর সোমালিয়ার জলদস্যুরা এমভি রুয়েন নামের সাবেক পণ্যবাহী ওই জাহাজটি ছিনতাই করে, তারপর থেকে তারা এটিকে জলদস্যুতার ‘কাজে ব্যবহার করছে’।
শুক্রবার ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ছিনতাই করা ওই জাহাজটির পথরোধ করে। এ সময় নৌবাহিনীর একটি হেলিকপ্টার জাহাজটি কাছাকাছি গেলে এক সোমালি জলদস্যু সেটি লক্ষ্য করে গুলি ছোড়ে, ভারতীয় নৌবাহিনীর শেয়ার করা এক ভিডিওতে এমনটি দেখা গেছে।
আট সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে দেখা যায়, এক জলদস্যু হেঁটে ডেকে এসে ছিনতাইকৃত জাহাজটির উপরে উড়তে থাকা একটি হেলিকপ্টারের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে, দুইবার গুলি ছোড়ে সে।
ভারতীয় নৌবাহিনী ওই জলদস্যুদের আত্মসমর্পণ করতে আর জাহাজটি ও কোনো বেসামরিক তাদের হাতে আটক থাকলে তাদের ছেড়ে দিতে বলেছে।
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বলেছে, চলতি সপ্তাহে সোমালিয়ার উপকূলের অদূরে বাংলাদেশের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেওয়ার সময় জলদস্যুরা সম্ভবত তাদের ছিনতাই করা জাহাজ রুয়েনকে ব্যবহার করেছে।
ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, তারা এখন আত্মরক্ষামূলক অবস্থান নিয়ে সোমালি জলদস্যুদের আত্মসমর্পণের জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে।
তারা আন্তর্জাতিক আইন মেনে জলদস্যুতা বিরোধী অভিযান চালাচ্ছে বলে বাহিনীটি জানিয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমালি জলদস্যুদের হাতে পড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ থেকে পাওয়া এসওএসে ভারতীয় নৌবাহিনী বৃহস্পতিবার সাড়া দিয়েছিল, এর একদিন পর এ ঘটনাটি ঘটেছে।
মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে মঙ্গলবার ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিকের সবাইকে জিম্মি করে।
যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে। এক কার্গোতে এলএনজি থাকে ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ)। এর মধ্যে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি থেকে এক কার্গো, সিঙ্গাপুরভিত্তিক গানভোর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো ও সিঙ্গাপুরের ভিটল এশিয়া থেকে দুই কার্গো এলএনজি কেনা হচ্ছে। এতে সব মিলিয়ে খরচ হবে প্রায় ১ হাজার ৬৩৭ কোটি টাকা।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
স্টুডিওভিত্তিক মেকআপ আর্টিস্টদের চাহিদা বেড়েছে আজকাল। অনেকের হাতে বউ সাজতে কয়েক মাস আগেই বুকিং দিতে হয়। জাহিদ খান এই সময়ের তেমনি একজন জনপ্রিয় মেকআপ আর্টিষ্ট। তাঁর কাছে কনে সাজতে দেশ সেরা তারকা থেকে শুরু করে অনেকে সাধারণ মেয়েও এখন ইচ্ছে পোষণ করেন। ‘বর্ণিল বিয়ে’ ম্যাগাজিনের জন্য নিজের সিগনেচার স্টাইলে সাজালেন জাহিদ খান। কি এমন বিশেষত্ব আছে তার সাজে, জানতে উপস্থিত ছিলেন আবৃতি আহমেদ বর্ণিল বিয়ের জন্য গোলাপি রঙের জামদানি শাড়িতে স্নিগ্ধ কনে সাজালেন জাহিদ খান। পেছনে টেনে খোঁপা বেঁধেছেন চুলে, তাতে শাড়ির সঙ্গে রং মিলিয়ে গুঁজে দিয়েছেন চারটি তাজা গোলাপ। মুখের সাজে চাকচিক্যের বদলে দিয়েছেন স্নিগ্ধ মেকআপ। কাজল দেওয়া হালকা চোখ, হালকা ঠোঁট আর গালে হালকা গোলাপি আভা। শাড়ির রং হালকা বলেই সাজে বেছে নিয়েছেন গাঢ় সবুজ পান্নার গয়না। মিলিয়ে কানে দুল আর সিঁথিতে টিকলি। দুই হাতে সাদা, সবুজ কাচের চুড়ির সঙ্গে পরিয়েছেন কুন্দনের চুড়ি।
বাংলাদেশের বাজারে ভি সিরিজের নতুন স্মার্টফোন এনেছে ভিভো। ‘ভি৩০’ মডেলের ফোনটির পেছনে ৫০, ৫০ ও ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে-পেছনে শক্তিশালী ক্যামেরাসহ এলইডি ফ্ল্যাশ থাকায় সহজেই ভালো মানের ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ৫৯ হাজার ৯৯৯ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিভো বাংলাদেশ।
ফানটাচ ওএস ১৪ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন৩ প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ করা যায়। ৫ হাজার এমএএইচ ব্যাটারি সুবিধার ফোনটিতে ৮০ ওয়াটের টাইপ সি ফ্লাশ চার্জার রয়েছে। ফলে দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জ করা যায় ফোনটি।
৬ দশমিক ৭৮ ইঞ্চি অ্যামোলেড থ্রি–ডি কার্ভড ডিসপ্লে সুবিধার পর্দার ফোনটিতে ১২ গিগাবাইট র্যাম রয়েছে, যা ২৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্জ হওয়ায় স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা যায়।
ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুমে ছুটে আসছেন পর্যটকেরা। দুর্গম এ পর্যটন স্পট পর্যটকদের কাছে প্রিয় হয়ে ওঠার মূল কারণ, এর বন্য সৌন্দর্য। ঘন বনে আচ্ছাদিত উঁচু পাহাড়, আর তার মাঝে বয়ে চলা স্বচ্ছ ঝরনার জলে ভেলায় চড়ে অন্য রকম অনুভূতিতে ভেসে যান পর্যটকেরা। এককথায় ট্রেকিং, অ্যাডভেঞ্চার আর ভেলায় চড়ার আনন্দ—সবই এক জায়গায়। প্রতিদিন শত শত পর্যটকের আগমনে স্থানীয় লোকজনেরও কর্মসংস্থান হচ্ছে।
দেবতাখুমে গত শনিবার গিয়ে দেখা যায়, সবখানে পর্যটকের ভিড়। পর্যটকেরা কেউ বাঁশের ভেলায় চড়ে বেড়াচ্ছেন, কেউ নৌকায় ঘুরছেন, কেউ সাঁতার কাটছেন। দলে দলে কেউ আসছেন, কেউ ফিরে যাচ্ছেন। ঢাকা থেকে পাঁচ বছরের শিশুসন্তান নিয়ে বাঁশের ভেলায় চড়ে বেড়াচ্ছিলেন এক দম্পতি। তাঁরা বলেন, এ রকম পাথুরে গুহার জলে ঘুরে বেড়ানো ও উপভোগ করার নান্দনিক সৌন্দর্য দেশে আর কোথাও নেই।
দুই পাথুরে পাহাড়ের পাদদেশের মাঝখানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় ৪০০ মিটার দীর্ঘ স্বচ্ছ জলধারার দেবতাখুম। রোয়াংছড়ি উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে। বান্দরবানের নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতা বেড়ে যাওয়ায় এক বছরের বেশি সময় ধরে দেবতাখুমে দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে প্রশাসন থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ২২ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রুমার বগালেক, কেওক্রাডং, রিঝুক ঝরনা ও থানচির গহিনে নিরাপত্তা সমস্যা থাকায় পর্যটকেরা এখন দেবতাখুমে ভ্রমণে বেশি আগ্রহী বলে স্থানীয় মানুষেরা জানিয়েছেন।
এলাকার পর্যটন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের সদস্য অংচিংনু মারমা জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার প্রতিদিন ৮০০ থেকে ১ হাজার পর্যটক আসেন। দেবতাখুমে ঘুরে বেড়ানোর জন্য পর্যাপ্ত বাঁশের ভেলা, নৌকা ও লাইফ জ্যাকেট রয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেবতাখুমের সৌন্দর্য উপভোগের সময়সীমা রাখা হয়েছে।
দেবতাখুম পর্যটন আকর্ষণ ঘিরে লিরাগঁই (কচ্ছপতলী) বাজার ও শীলবান্ধাপাড়ায় চায়ের দোকান, রেস্তোরাঁ ও আবাস গড়ে উঠেছে। ট্যুরিস্ট গাইডের সংগঠন হিল অ্যাডভেঞ্চারের সভাপতি উ চ ওয়াই মারমা বলেছেন, পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় কর্মহীন মানুষ কর্ম ফিরে পেয়েছেন। দেবতাখুমে পর্যটকদের সহযোগিতার জন্য ৭৫ থেকে ৮০ ট্যুরিস্ট গাইড কাজ করেন। এ ছাড়া দোকানি, ফল বিক্রেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ পর্যটক আগমনে উপকৃত হচ্ছেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ আলী বলেন, দেবতাখুমে পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও সেবা নিবিড় করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতি ১০ জনে ১ জন ট্যুরিস্ট গাইড রাখা, নিবন্ধনসহ প্রয়োজনীয় তথ্যের জন্য কয়েক দিনের মধ্যে কচ্ছপতলী বাজার এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের সমন্বয়ে একটি সেবাকেন্দ্র স্থাপন করা হবে। সেখানে নিরাপত্তার জন্য পর্যটকদের তথ্য, কোন ট্যুরিস্ট গাইডের সঙ্গে কারা যাচ্ছেন—সবকিছু লিপিবদ্ধ করে রাখা হবে।
আফগানিস্তানে গত তিন সপ্তাহ ধরে ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩ জন। বুধবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর: টোলো নিউজ
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য মতে, বৃষ্টি ও তুষারপাতে ১ হাজার ৬৪৫টি ঘর-বাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ২ লাখ গবাদি পশু মারা গেছে। গত ফেব্রুয়ারিতে নুরিস্তান প্রদেশের একটি পাহাড়ি গ্রামে তুষার ধসে অন্তত ২১ জন নিহত হয়। এছাড়াও, দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোর সঙ্গে রাজধানী কাবুলের সংযোগকারী সালং পাসটি বেশ কয়েকদিন ধরে প্রবল তুষারপাতের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে। অন্যান্য প্রদেশেও বেশ কিছু রাস্তা বন্ধ রয়েছে।
রমজান মাসে ব্যায়াম করা যাবে কি যাবে না, তা নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা তৈরি হয়। সেহরি খাওয়ার পর সারাদিন না খেয়ে থাকা হয় বলে অনেকেই ভাবেন– এ সময় যেহেতু ফাস্টিং হচ্ছেই তাহলে আলাদা করে শারীরিক ব্যায়াম করার প্রয়োজন নেই। অথচ চিকিৎসাবিজ্ঞান বলছে ভিন্ন কথা। রোজার সময়েও যদি আপনি ব্যায়াম বা ইয়োগা করেন, তাহলে সুস্থ থাকার পাশাপাশি আপনার এনার্জি লেভেলও বাড়বে, মানসিকভাবে ভালো থাকবেন এবং মেটাবলিজম স্বাভাবিক থাকবে। এবার ভাবতে পারেন, কোন সময়ে কী ধরনের ব্যায়াম করলে ভালো হয়? চলুন তাহলে এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। রোজায় কখন ব্যায়াম করবেন?
খালি পেটে ব্যায়াম করলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে এবং উচ্চ রক্তচাপ কমে, যা কিনা মাথা ঘোরানো বা অজ্ঞান হয়ে যাওয়া রোধ করতে সাহায্য করে। এ সময় যে ওয়ার্কআউটগুলো করা হবে, সেগুলো নিয়ে আগে অবশ্যই পরিকল্পনা করে নিতে হবে। সারা বছর যদি ভারী ব্যায়াম করে থাকেন, তাহলে এ সময় সেটার পরিমাণ কিছুটা কমিয়ে দিতে হবে। এ সময় ইয়োগা করলেও শরীর বেশ আরাম পাবে। ব্যায়াম কম বা বেশির কথা তো জানা হলো, কিন্তু কোন সময়টা আসলে ব্যায়ামের জন্য উপযুক্ত? রমজানে সাধারণত চার সময়ে ব্যায়াম করা যায়। সেহরির আগে
সকালে সাধারণত ফজর নামাজ পড়েই সবাই হাঁটতে বের হন বা ব্যায়াম করেন। রমজানে এই সময়টা শুরু হবে একটু আগে। যেমন– আপনি যখন সেহরি খাবেন, তার কিছুটা আগে উঠবেন। খাওয়ার আগে হালকা ব্যায়াম করে নেবেন। কারণ, ইফতার খাওয়ার পর আপনি যা খাবেন, তা থেকেই এনার্জি তৈরি হবে, যা শরীরে সঞ্চিত থাকবে। তবে খাওয়ার আগে ব্যায়াম করার কারণে দ্রুত খাবার হজম হয়ে দিনের শুরুর দিকেই ক্ষুধা লাগতে পারে। এজন্য আপনি আগে থেকেই খাদ্য তালিকায় ফাইবার জাতীয় খাবার রাখতে পারেন। দুপুরে
দিনের মাঝামাঝি সময়ে ওয়ার্কআউট করলে বাকি সময়টুকুও বেশ ভালো কাটে। তা ছাড়া বেশ এনার্জিও পাওয়া যায়। পানি পান করা যায় না বলে প্রথম তিন-চার দিন অ্যাডজাস্ট হতে একটু সময় লাগতে পারে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
ইফতারের আগে
এই সময়েও ব্যায়াম করা যায়। কারণ, ওয়ার্কআউট শেষ করার অল্প সময়ের মধ্যেই খাবার ও পানি খাওয়া যায়। যদিও এ সময়ে সারাদিনের সঞ্চিত শক্তি অনেকটাই কমে আসে। যদি বেশি দুর্বল লাগে, তাহলে শরীরে বাড়তি চাপ নিয়ে ব্যায়াম করার প্রয়োজন নেই। ইফতারের পর
সবচেয়ে ভালো হয় যদি ইফতার করে ব্যায়াম করতে পারেন। পানি ও খাবার খাওয়া হয় বলে এ সময় এনার্জি লেভেল বেশি থাকে। তা ছাড়া ওয়ার্কআউট করার সময়ও পানি পান করতে পারবেন। কী ধরনের ব্যায়াম করা যায়?
রমজানে কী ধরনের ব্যায়াম করবেন সেটা নির্ভর করবে শরীরের চাহিদা এবং রোজা রেখে আপনার কেমন লাগছে তার ওপর। এ সময় নিয়মিত হাঁটাহাঁটি, হালকা জগিং, ইয়োগা বা ওয়েট লিফটিং করা যায়।
অনেকেই রেগুলার কার্ডিও করেন। ৩০ মিনিটের কার্ডিও আপনি করতে পারেন। তবে মনে রাখতে হবে, এ সময় আপনার শরীর ডিহাইড্রেটেড থাকবে। তাই শরীরে যে ফ্যাট জমা আছে, সেখান থেকেই শরীর এনার্জি গ্রহণ করবে। কার্ডিও শুরুর আগে তাই বডি ওয়ার্মআপ করে নিতে এবং শেষে বিশ্রাম নিতে ভুলবেন না। প্রতিদিন না করে এক দিন পরপর করুন।
রমজানে ব্যায়াম নিয়ে রাজধানীর আনন্দ ইয়োগা ইনস্টিটিউট অ্যান্ড ইয়োগা উইথ দেবের ইনস্ট্রাক্টর বৃতি দেব বলেন, ‘ইয়োগায় কিছু আসন আছে যেগুলো নিয়মিত করলে মন ফ্রেশ থাকে। ভারী এক্সারসাইজ না করে এ সময় ইয়োগা করতে পারেন। ইফতারের কিছুক্ষণ পর, ঘুমানোর আগে, সেহরির কিছুক্ষণ আগে এই আসনগুলো করা যায়। ইয়োগা করলে ক্লান্তিও কমে যাবে, সেই সঙ্গে হরমোনাল ইমব্যালান্সও হবে না।’
সারা বছরের তুলনায় রমজানে ব্যায়ামের ধরন ও সময় কিছুটা ভিন্ন থাকে। তাই শুরুর দিকে সেট হতে কিছুটা সময় লাগতে পারে। ‘পারব না’ এ কথাটি না ভেবে চেষ্টা করুন, দেখবেন কয়েক দিনের মধ্যে শরীরও সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে।
একুশে স্মৃতি পরিষদ ঢাকা কর্তৃক মানবসেবায় বিশেষ অবদানের জন্য একুশে স্মৃতি পদক-২০২৪-এ ভূষিত হলেন বীর মুক্তিযোদ্ধা কন্যা বান্দরবান জেলা পরিষদের সদস্য ও লামা উপজেলা মহিলা আওয়ামী লীগ এর সভাপতি নারী নেত্রী ফাতেমা পারুল।
সমাজে নির্যাতিত নিপীড়িত অধিকার বঞ্চিত সফল ও শ্রেষ্ট মানব সেবায় বিশেষ অবদানের জন্য ঢাকার সেগুন বাগিচার কেন্দ্রীয় কঁচি-কাঁচার মেলা মিলনায়তনে শনিবার (১৭ই ফেব্রুয়ারী) একুশে স্মৃতি পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘ভাষা আন্দোলন থেকে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে ফাতেমা পারুল এর নাম ঘোষণা করা হয়।একুশে স্মৃতি পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান মিঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান, সাবেক উপমন্ত্রী ও ১৪ দলীয় কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, একুশে স্মৃতি পরিষদের উপদেষ্টা হযরত শাহ সুফী সাইফ আনোয়ার মোবারকী।
তিনি হঠাৎ পারিবারিক
জরুরী ট্রাজেড়ির কারনে যথা সময়ে জাতীয় এই মহতী অনুষ্টানে উপস্থিত হতে না পারায় অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। তাহার নিজ ব্যক্তিগত প্রতিনিধির
মাধ্যমে অনুষ্টানের প্রধান অতিথি মাননীয় বিচারপতি মো. নিজামুল হক নাসিম বাংলাদেশ প্রেস কাউন্সিলর চেয়ারম্যান এর কাজ থেকে একুশে স্মৃতি পদক ২০২৪ সম্মাননা ও সনদপত্র গ্রহন করেন।
প্রচ্ছদ /
জাহিদ খানের ৪০ হাজার টাকার কনে সাজে কী এমন আছে?
স্টুডিওভিত্তিক মেকআপ আর্টিস্টদের চাহিদা বেড়েছে আজকাল। অনেকের হাতে বউ সাজতে কয়েক মাস আগেই বুকিং দিতে হয়। জাহিদ খান এই সময়ের তেমনি একজন জনপ্রিয় মেকআপ আর্টিষ্ট। তাঁর কাছে কনে সাজতে দেশ সেরা তারকা থেকে শুরু করে অনেকে সাধারণ মেয়েও এখন ইচ্ছে পোষণ করেন। ‘বর্ণিল বিয়ে’ ম্যাগাজিনের জন্য নিজের সিগনেচার স্টাইলে সাজালেন জাহিদ খান। কি এমন বিশেষত্ব আছে তার সাজে, জানতে উপস্থিত ছিলেন আবৃতি আহমেদ বর্ণিল বিয়ের জন্য গোলাপি রঙের জামদানি শাড়িতে স্নিগ্ধ কনে সাজালেন জাহিদ খান। পেছনে টেনে খোঁপা বেঁধেছেন চুলে, তাতে শাড়ির সঙ্গে রং মিলিয়ে গুঁজে দিয়েছেন চারটি তাজা গোলাপ। মুখের সাজে চাকচিক্যের বদলে দিয়েছেন স্নিগ্ধ মেকআপ। কাজল দেওয়া হালকা চোখ, হালকা ঠোঁট আর গালে হালকা গোলাপি আভা। শাড়ির রং হালকা বলেই সাজে বেছে নিয়েছেন গাঢ় সবুজ পান্নার গয়না। মিলিয়ে কানে দুল আর সিঁথিতে টিকলি। দুই হাতে সাদা, সবুজ কাচের চুড়ির সঙ্গে পরিয়েছেন কুন্দনের চুড়ি।
আরও পড়ুন
বাইশারী প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীপ্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির পুরানো কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে
৬ মার্চ বুধবার সন্ধ্যায় বাইশারী বাজার প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কার্যালয়ে বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবায়েদ নাহিদ নূর এর পরিচালনায় আলি মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংলাক্য মার্মার সভাপতিত্বে পুরনো কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আহবায়ক কমিটি গঠন করা হয় এতে নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংহ্লায়েই মার্মা কে আহবায়ক বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বেলাল কে সদস্য সচিব রুবায়েদ নাহিদ নূর যুগ্ম আহবায়ক মোঃ নাজিম উদ্দীন, মোঃ সিরাজুল হক,নুরুল আজিম,ওবায়দুল করিম,সদস্য করে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এতে উপস্থিত ছিলেন। লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহামুদুল হাসান, ওবায়দুল করিম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মাস্টার নাজিম উদ্দীন, মাস্টার হাফেজ আহমদ, মাস্টার সিরাজ, মাস্টার সেলিম, মাস্টার মংএছাই মার্মা প্রমুখ।
তৃতীয় ওয়ানডে: দলে ঢুকলেন জাকের আলী, বাদ লিটন
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একবার পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছিলেন। লিটন দাস আবারও সে অভিজ্ঞতার মুখোমুখি। শ্রীলঙ্কার বিপক্ষে পরশুর তৃতীয় ওয়ানডের ১৫ জনের দল থেকে বাদ পড়েছেন তিনি। তাঁর জায়গায় ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী।
দল থেকে বাদ পড়ে লিটন আজ বিকেলে ৩টা ১০ এর ফ্লাইটে ঢাকা চলে যাচ্ছেন। ঢাকা থেকে জাকেরেরও আজই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডে খেলে একটি রানও করতে পারেননি লিটন। প্রথম ম্যাচে প্রথম ও দ্বিতীয় ম্যাচে আউট হয়ে যান তৃতীয় বলে। লিটনের এই ফর্ম দেখে নির্বাচকদের মনে হয়েছে তাঁকে আপাতত দলের সঙ্গে রেখে কোনো লাভ নেই। নির্বাচক কমিটির পক্ষ থেকে লিটনকে সরাসরিই বলা হয়েছে তাঁকে বাদ দেওয়া হয়েছে বাজে পারফরম্যান্সের কারণে।চলতি ওয়ানডে সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রান পাননি লিটন। তিন ইনিংস মিলিয়ে করেছিলেন মোট ৪৩ রান। তিন সংস্করণ মিলিয়ে লিটন সর্বশেষ ফিফটি পেয়েছেন গত বছর অক্টোবরে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে। ১৯ অক্টোবর পুনেতে ভারতের বিপক্ষে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন। এরপর তিন সংস্করণ মিলিয়ে সর্বশেষ ১৪ ইনিংসে ফিফটি নেই লিটনের।
লিটনের বাদ পড়া এবং জাকেরের ডাক পাওয়া নিয়ে জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘সিরিজ এখন সমতায়। আমরা বিশ্বাস করি, জাকের দলের মিডল অর্ডারে আরও বেশি সম্ভাবনা ও সুযোগ তৈরি করবে। সাদা বলে সাম্প্রতিক সময়ে লিটনের পারফরম্যান্স বিচারে আমরা এই পরিবর্তনটা করেছি। সেটা স্কোয়াডে অন্য দুজন ওপেনারের কথা মাথায় রেখেই করা হয়েছে।’
টি–টোয়েন্টি সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজ ১–১ ব্যবধানে সমতায়। আগামী সোমবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
সোমালি জলদস্যুদের দখলে নেওয়া জাহাজে ভারতীয় নৌবাহিনীর ‘হস্তক্ষেপ’
ভারতীয় নৌবাহিনী ওই জলদস্যুদের আত্মসমর্পণ করতে আর জাহাজটি ও কোনো বেসামরিক তাদের হাতে আটক থাকলে তাদের ছেড়ে দিতে বলেছে।
ভারতীয় নৌবাহিনী সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা মাল্টার পতাকাবাহী একটি জাহাজে হস্তক্ষেপ করে সেখানে থাকা সব দস্যুকে আত্মসমর্পণ করতে বলেছে।
শনিবার ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র একথা জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ওই মুখপাত্র জানান, গত ১৪ ডিসেম্বর সোমালিয়ার জলদস্যুরা এমভি রুয়েন নামের সাবেক পণ্যবাহী ওই জাহাজটি ছিনতাই করে, তারপর থেকে তারা এটিকে জলদস্যুতার ‘কাজে ব্যবহার করছে’।
শুক্রবার ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ছিনতাই করা ওই জাহাজটির পথরোধ করে। এ সময় নৌবাহিনীর একটি হেলিকপ্টার জাহাজটি কাছাকাছি গেলে এক সোমালি জলদস্যু সেটি লক্ষ্য করে গুলি ছোড়ে, ভারতীয় নৌবাহিনীর শেয়ার করা এক ভিডিওতে এমনটি দেখা গেছে।
আট সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে দেখা যায়, এক জলদস্যু হেঁটে ডেকে এসে ছিনতাইকৃত জাহাজটির উপরে উড়তে থাকা একটি হেলিকপ্টারের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে, দুইবার গুলি ছোড়ে সে।
ভারতীয় নৌবাহিনী ওই জলদস্যুদের আত্মসমর্পণ করতে আর জাহাজটি ও কোনো বেসামরিক তাদের হাতে আটক থাকলে তাদের ছেড়ে দিতে বলেছে।
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বলেছে, চলতি সপ্তাহে সোমালিয়ার উপকূলের অদূরে বাংলাদেশের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেওয়ার সময় জলদস্যুরা সম্ভবত তাদের ছিনতাই করা জাহাজ রুয়েনকে ব্যবহার করেছে।
ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, তারা এখন আত্মরক্ষামূলক অবস্থান নিয়ে সোমালি জলদস্যুদের আত্মসমর্পণের জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে।
তারা আন্তর্জাতিক আইন মেনে জলদস্যুতা বিরোধী অভিযান চালাচ্ছে বলে বাহিনীটি জানিয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমালি জলদস্যুদের হাতে পড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ থেকে পাওয়া এসওএসে ভারতীয় নৌবাহিনী বৃহস্পতিবার সাড়া দিয়েছিল, এর একদিন পর এ ঘটনাটি ঘটেছে।
মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে মঙ্গলবার ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিকের সবাইকে জিম্মি করে।
স্থানীয় ও বিশ্ববাজার থেকে তেল চিনি গম ও ডাল কিনবে সরকার
যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে। এক কার্গোতে এলএনজি থাকে ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ)। এর মধ্যে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি থেকে এক কার্গো, সিঙ্গাপুরভিত্তিক গানভোর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো ও সিঙ্গাপুরের ভিটল এশিয়া থেকে দুই কার্গো এলএনজি কেনা হচ্ছে। এতে সব মিলিয়ে খরচ হবে প্রায় ১ হাজার ৬৩৭ কোটি টাকা।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
জাহিদ খানের ৪০ হাজার টাকার কনে সাজে কী এমন আছে?
স্টুডিওভিত্তিক মেকআপ আর্টিস্টদের চাহিদা বেড়েছে আজকাল। অনেকের হাতে বউ সাজতে কয়েক মাস আগেই বুকিং দিতে হয়। জাহিদ খান এই সময়ের তেমনি একজন জনপ্রিয় মেকআপ আর্টিষ্ট। তাঁর কাছে কনে সাজতে দেশ সেরা তারকা থেকে শুরু করে অনেকে সাধারণ মেয়েও এখন ইচ্ছে পোষণ করেন। ‘বর্ণিল বিয়ে’ ম্যাগাজিনের জন্য নিজের সিগনেচার স্টাইলে সাজালেন জাহিদ খান। কি এমন বিশেষত্ব আছে তার সাজে, জানতে উপস্থিত ছিলেন আবৃতি আহমেদ বর্ণিল বিয়ের জন্য গোলাপি রঙের জামদানি শাড়িতে স্নিগ্ধ কনে সাজালেন জাহিদ খান। পেছনে টেনে খোঁপা বেঁধেছেন চুলে, তাতে শাড়ির সঙ্গে রং মিলিয়ে গুঁজে দিয়েছেন চারটি তাজা গোলাপ। মুখের সাজে চাকচিক্যের বদলে দিয়েছেন স্নিগ্ধ মেকআপ। কাজল দেওয়া হালকা চোখ, হালকা ঠোঁট আর গালে হালকা গোলাপি আভা। শাড়ির রং হালকা বলেই সাজে বেছে নিয়েছেন গাঢ় সবুজ পান্নার গয়না। মিলিয়ে কানে দুল আর সিঁথিতে টিকলি। দুই হাতে সাদা, সবুজ কাচের চুড়ির সঙ্গে পরিয়েছেন কুন্দনের চুড়ি।
৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এই ফোনে
বাংলাদেশের বাজারে ভি সিরিজের নতুন স্মার্টফোন এনেছে ভিভো। ‘ভি৩০’ মডেলের ফোনটির পেছনে ৫০, ৫০ ও ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে-পেছনে শক্তিশালী ক্যামেরাসহ এলইডি ফ্ল্যাশ থাকায় সহজেই ভালো মানের ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ৫৯ হাজার ৯৯৯ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিভো বাংলাদেশ।
ফানটাচ ওএস ১৪ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন৩ প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ করা যায়। ৫ হাজার এমএএইচ ব্যাটারি সুবিধার ফোনটিতে ৮০ ওয়াটের টাইপ সি ফ্লাশ চার্জার রয়েছে। ফলে দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জ করা যায় ফোনটি।
৬ দশমিক ৭৮ ইঞ্চি অ্যামোলেড থ্রি–ডি কার্ভড ডিসপ্লে সুবিধার পর্দার ফোনটিতে ১২ গিগাবাইট র্যাম রয়েছে, যা ২৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্জ হওয়ায় স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা যায়।
কেন দেবতাখুমে ছুটে যাচ্ছেন পর্যটকেরা
ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুমে ছুটে আসছেন পর্যটকেরা। দুর্গম এ পর্যটন স্পট পর্যটকদের কাছে প্রিয় হয়ে ওঠার মূল কারণ, এর বন্য সৌন্দর্য। ঘন বনে আচ্ছাদিত উঁচু পাহাড়, আর তার মাঝে বয়ে চলা স্বচ্ছ ঝরনার জলে ভেলায় চড়ে অন্য রকম অনুভূতিতে ভেসে যান পর্যটকেরা। এককথায় ট্রেকিং, অ্যাডভেঞ্চার আর ভেলায় চড়ার আনন্দ—সবই এক জায়গায়। প্রতিদিন শত শত পর্যটকের আগমনে স্থানীয় লোকজনেরও কর্মসংস্থান হচ্ছে।
দেবতাখুমে গত শনিবার গিয়ে দেখা যায়, সবখানে পর্যটকের ভিড়। পর্যটকেরা কেউ বাঁশের ভেলায় চড়ে বেড়াচ্ছেন, কেউ নৌকায় ঘুরছেন, কেউ সাঁতার কাটছেন। দলে দলে কেউ আসছেন, কেউ ফিরে যাচ্ছেন। ঢাকা থেকে পাঁচ বছরের শিশুসন্তান নিয়ে বাঁশের ভেলায় চড়ে বেড়াচ্ছিলেন এক দম্পতি। তাঁরা বলেন, এ রকম পাথুরে গুহার জলে ঘুরে বেড়ানো ও উপভোগ করার নান্দনিক সৌন্দর্য দেশে আর কোথাও নেই।
দুই পাথুরে পাহাড়ের পাদদেশের মাঝখানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় ৪০০ মিটার দীর্ঘ স্বচ্ছ জলধারার দেবতাখুম। রোয়াংছড়ি উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে। বান্দরবানের নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতা বেড়ে যাওয়ায় এক বছরের বেশি সময় ধরে দেবতাখুমে দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে প্রশাসন থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ২২ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রুমার বগালেক, কেওক্রাডং, রিঝুক ঝরনা ও থানচির গহিনে নিরাপত্তা সমস্যা থাকায় পর্যটকেরা এখন দেবতাখুমে ভ্রমণে বেশি আগ্রহী বলে স্থানীয় মানুষেরা জানিয়েছেন।
এলাকার পর্যটন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের সদস্য অংচিংনু মারমা জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার প্রতিদিন ৮০০ থেকে ১ হাজার পর্যটক আসেন। দেবতাখুমে ঘুরে বেড়ানোর জন্য পর্যাপ্ত বাঁশের ভেলা, নৌকা ও লাইফ জ্যাকেট রয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেবতাখুমের সৌন্দর্য উপভোগের সময়সীমা রাখা হয়েছে।
দেবতাখুম পর্যটন আকর্ষণ ঘিরে লিরাগঁই (কচ্ছপতলী) বাজার ও শীলবান্ধাপাড়ায় চায়ের দোকান, রেস্তোরাঁ ও আবাস গড়ে উঠেছে। ট্যুরিস্ট গাইডের সংগঠন হিল অ্যাডভেঞ্চারের সভাপতি উ চ ওয়াই মারমা বলেছেন, পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় কর্মহীন মানুষ কর্ম ফিরে পেয়েছেন। দেবতাখুমে পর্যটকদের সহযোগিতার জন্য ৭৫ থেকে ৮০ ট্যুরিস্ট গাইড কাজ করেন। এ ছাড়া দোকানি, ফল বিক্রেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ পর্যটক আগমনে উপকৃত হচ্ছেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ আলী বলেন, দেবতাখুমে পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও সেবা নিবিড় করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতি ১০ জনে ১ জন ট্যুরিস্ট গাইড রাখা, নিবন্ধনসহ প্রয়োজনীয় তথ্যের জন্য কয়েক দিনের মধ্যে কচ্ছপতলী বাজার এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের সমন্বয়ে একটি সেবাকেন্দ্র স্থাপন করা হবে। সেখানে নিরাপত্তার জন্য পর্যটকদের তথ্য, কোন ট্যুরিস্ট গাইডের সঙ্গে কারা যাচ্ছেন—সবকিছু লিপিবদ্ধ করে রাখা হবে।
আফগানিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতে নিহত ৬০
আফগানিস্তানে গত তিন সপ্তাহ ধরে ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩ জন। বুধবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর: টোলো নিউজ
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য মতে, বৃষ্টি ও তুষারপাতে ১ হাজার ৬৪৫টি ঘর-বাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ২ লাখ গবাদি পশু মারা গেছে। গত ফেব্রুয়ারিতে নুরিস্তান প্রদেশের একটি পাহাড়ি গ্রামে তুষার ধসে অন্তত ২১ জন নিহত হয়। এছাড়াও, দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোর সঙ্গে রাজধানী কাবুলের সংযোগকারী সালং পাসটি বেশ কয়েকদিন ধরে প্রবল তুষারপাতের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে। অন্যান্য প্রদেশেও বেশ কিছু রাস্তা বন্ধ রয়েছে।
রোজায় কখন ব্যায়াম করবেন, কখন করবেন না
রমজান মাসে ব্যায়াম করা যাবে কি যাবে না, তা নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা তৈরি হয়। সেহরি খাওয়ার পর সারাদিন না খেয়ে থাকা হয় বলে অনেকেই ভাবেন– এ সময় যেহেতু ফাস্টিং হচ্ছেই তাহলে আলাদা করে শারীরিক ব্যায়াম করার প্রয়োজন নেই। অথচ চিকিৎসাবিজ্ঞান বলছে ভিন্ন কথা। রোজার সময়েও যদি আপনি ব্যায়াম বা ইয়োগা করেন, তাহলে সুস্থ থাকার পাশাপাশি আপনার এনার্জি লেভেলও বাড়বে, মানসিকভাবে ভালো থাকবেন এবং মেটাবলিজম স্বাভাবিক থাকবে। এবার ভাবতে পারেন, কোন সময়ে কী ধরনের ব্যায়াম করলে ভালো হয়? চলুন তাহলে এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
রোজায় কখন ব্যায়াম করবেন?
খালি পেটে ব্যায়াম করলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে এবং উচ্চ রক্তচাপ কমে, যা কিনা মাথা ঘোরানো বা অজ্ঞান হয়ে যাওয়া রোধ করতে সাহায্য করে। এ সময় যে ওয়ার্কআউটগুলো করা হবে, সেগুলো নিয়ে আগে অবশ্যই পরিকল্পনা করে নিতে হবে। সারা বছর যদি ভারী ব্যায়াম করে থাকেন, তাহলে এ সময় সেটার পরিমাণ কিছুটা কমিয়ে দিতে হবে। এ সময় ইয়োগা করলেও শরীর বেশ আরাম পাবে। ব্যায়াম কম বা বেশির কথা তো জানা হলো, কিন্তু কোন সময়টা আসলে ব্যায়ামের জন্য উপযুক্ত? রমজানে সাধারণত চার সময়ে ব্যায়াম করা যায়।
সেহরির আগে
সকালে সাধারণত ফজর নামাজ পড়েই সবাই হাঁটতে বের হন বা ব্যায়াম করেন। রমজানে এই সময়টা শুরু হবে একটু আগে। যেমন– আপনি যখন সেহরি খাবেন, তার কিছুটা আগে উঠবেন। খাওয়ার আগে হালকা ব্যায়াম করে নেবেন। কারণ, ইফতার খাওয়ার পর আপনি যা খাবেন, তা থেকেই এনার্জি তৈরি হবে, যা শরীরে সঞ্চিত থাকবে। তবে খাওয়ার আগে ব্যায়াম করার কারণে দ্রুত খাবার হজম হয়ে দিনের শুরুর দিকেই ক্ষুধা লাগতে পারে। এজন্য আপনি আগে থেকেই খাদ্য তালিকায় ফাইবার জাতীয় খাবার রাখতে পারেন।
দুপুরে
দিনের মাঝামাঝি সময়ে ওয়ার্কআউট করলে বাকি সময়টুকুও বেশ ভালো কাটে। তা ছাড়া বেশ এনার্জিও পাওয়া যায়। পানি পান করা যায় না বলে প্রথম তিন-চার দিন অ্যাডজাস্ট হতে একটু সময় লাগতে পারে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
ইফতারের আগে
এই সময়েও ব্যায়াম করা যায়। কারণ, ওয়ার্কআউট শেষ করার অল্প সময়ের মধ্যেই খাবার ও পানি খাওয়া যায়। যদিও এ সময়ে সারাদিনের সঞ্চিত শক্তি অনেকটাই কমে আসে। যদি বেশি দুর্বল লাগে, তাহলে শরীরে বাড়তি চাপ নিয়ে ব্যায়াম করার প্রয়োজন নেই।
ইফতারের পর
সবচেয়ে ভালো হয় যদি ইফতার করে ব্যায়াম করতে পারেন। পানি ও খাবার খাওয়া হয় বলে এ সময় এনার্জি লেভেল বেশি থাকে। তা ছাড়া ওয়ার্কআউট করার সময়ও পানি পান করতে পারবেন।
কী ধরনের ব্যায়াম করা যায়?
রমজানে কী ধরনের ব্যায়াম করবেন সেটা নির্ভর করবে শরীরের চাহিদা এবং রোজা রেখে আপনার কেমন লাগছে তার ওপর। এ সময় নিয়মিত হাঁটাহাঁটি, হালকা জগিং, ইয়োগা বা ওয়েট লিফটিং করা যায়।
অনেকেই রেগুলার কার্ডিও করেন। ৩০ মিনিটের কার্ডিও আপনি করতে পারেন। তবে মনে রাখতে হবে, এ সময় আপনার শরীর ডিহাইড্রেটেড থাকবে। তাই শরীরে যে ফ্যাট জমা আছে, সেখান থেকেই শরীর এনার্জি গ্রহণ করবে। কার্ডিও শুরুর আগে তাই বডি ওয়ার্মআপ করে নিতে এবং শেষে বিশ্রাম নিতে ভুলবেন না। প্রতিদিন না করে এক দিন পরপর করুন।
রমজানে ব্যায়াম নিয়ে রাজধানীর আনন্দ ইয়োগা ইনস্টিটিউট অ্যান্ড ইয়োগা উইথ দেবের ইনস্ট্রাক্টর বৃতি দেব বলেন, ‘ইয়োগায় কিছু আসন আছে যেগুলো নিয়মিত করলে মন ফ্রেশ থাকে। ভারী এক্সারসাইজ না করে এ সময় ইয়োগা করতে পারেন। ইফতারের কিছুক্ষণ পর, ঘুমানোর আগে, সেহরির কিছুক্ষণ আগে এই আসনগুলো করা যায়। ইয়োগা করলে ক্লান্তিও কমে যাবে, সেই সঙ্গে হরমোনাল ইমব্যালান্সও হবে না।’
সারা বছরের তুলনায় রমজানে ব্যায়ামের ধরন ও সময় কিছুটা ভিন্ন থাকে। তাই শুরুর দিকে সেট হতে কিছুটা সময় লাগতে পারে। ‘পারব না’ এ কথাটি না ভেবে চেষ্টা করুন, দেখবেন কয়েক দিনের মধ্যে শরীরও সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে।
একুশে স্মৃতি পদকে ভূষিত হলেন নারী নেত্রী ফাতেমা পারুল
একুশে স্মৃতি পরিষদ ঢাকা কর্তৃক মানবসেবায় বিশেষ অবদানের জন্য একুশে স্মৃতি পদক-২০২৪-এ ভূষিত হলেন বীর মুক্তিযোদ্ধা কন্যা বান্দরবান জেলা পরিষদের সদস্য ও লামা উপজেলা মহিলা আওয়ামী লীগ এর সভাপতি নারী নেত্রী ফাতেমা পারুল।
সমাজে নির্যাতিত নিপীড়িত অধিকার বঞ্চিত সফল ও শ্রেষ্ট মানব সেবায় বিশেষ অবদানের জন্য ঢাকার সেগুন বাগিচার কেন্দ্রীয় কঁচি-কাঁচার মেলা মিলনায়তনে শনিবার (১৭ই ফেব্রুয়ারী) একুশে স্মৃতি পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘ভাষা আন্দোলন থেকে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে ফাতেমা পারুল এর নাম ঘোষণা করা হয়।একুশে স্মৃতি পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান মিঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান, সাবেক উপমন্ত্রী ও ১৪ দলীয় কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, একুশে স্মৃতি পরিষদের উপদেষ্টা হযরত শাহ সুফী সাইফ আনোয়ার মোবারকী।
তিনি হঠাৎ পারিবারিক
জরুরী ট্রাজেড়ির কারনে যথা সময়ে জাতীয় এই মহতী অনুষ্টানে উপস্থিত হতে না পারায় অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। তাহার নিজ ব্যক্তিগত প্রতিনিধির
মাধ্যমে অনুষ্টানের প্রধান অতিথি মাননীয় বিচারপতি মো. নিজামুল হক নাসিম বাংলাদেশ প্রেস কাউন্সিলর চেয়ারম্যান এর কাজ থেকে একুশে স্মৃতি পদক ২০২৪ সম্মাননা ও সনদপত্র গ্রহন করেন।
সম্পর্কিত আরো খবর
নাইক্ষ্যংছড়িতে কর্ম সংস্থান ও সচেতনতা বৃদ্ধির লক্ষে অভিভাবক সমাবেশ
৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এই ফোনে
সোমালি জলদস্যুদের দখলে নেওয়া জাহাজে ভারতীয় নৌবাহিনীর ‘হস্তক্ষেপ’
নাইক্ষংছড়িতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার
লামায় ১৫ কিলোমিটারের সড়ক যন্ত্রণায় অতিষ্ট এলাকাবাসী
মারা গেলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
জনপ্রিয়
আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরন
যে ডিস্কে সাড়ে ৪ কোটি গান সংরক্ষণ করা যাবে
যুক্তরাষ্ট্রে আবার বেড়েছে মূল্যস্ফীতি
‘ফাইনাল কথা, টাকা না দিলে আমাদের একে একে মেরে ফেলতে বলেছে’
বান্দরবানে উপজেলা নির্বাচনে আলোচনায় যারা
নাইক্ষ্যংছড়িতে হাফেজ আহমদ সওদাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের জিমন্যাস্টদের বিস্ময়কর সাফল্য
বান্দরবানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
লামায় ডেসটিনির পাহাড়ের মাটি যাচ্ছে ইটভাটায়
ব্রীজ নির্মাণে অনিয়মের বক্তব্য চাওয়ায় সাংবাদিকের মোবাইল ভাংচুর, থানায় জিডি