জ্ঞানই শক্তি

জ্ঞানই সমৃদ্ধি

জ্ঞানই আলো

এফ এ ক্রিয়েটভ মডেল হাই স্কুল প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ

শিক্ষক ভবন, আন্দরকিল্লা, চট্টগ্রাম

সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি

বৈশ্বিক মহামারি করোনার ভয়াল থাবায় সারাবিশ্ব আজ শংকিত, আতংকিত! এই মহামারির কারনে ঘরবন্দি বিশ্বের কোটি মানুষ। প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগী আর মৃতের সংখ্যা। এর শেষ কোথায় জানেনা কেউ। বিশ্বের পরাশক্তিদ্বর উন্নত দেশ গুলোও এ মহামারি করোনাকে সামাল দিতে হিমশিম খাচ্ছে।
আমাদের প্রিয় বাংলাদেশ আজ করোনার করাল গ্রাসে নিপতিত। লকডাউন প্রায় একমাস হতে চলেছে। ঘরবন্ধি পুরো বাংলাদেশ। কতদিনে এ অবস্থার উন্নতি হবে কেউ জানিনা আমরা। খেটে-খাওয়া সাধারন মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষের কষ্ট লাগবের। সমাজের ধনী ও বিত্তবানরা সাধারন মানুষের সাহায্যার্তে এগিয়ে আসলে কিছুটা স্বস্তি পাবে গরীব-মেহনতি মানুষগুলো।
সমাজের খেটে-খাওয়া দূঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা “সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদ” একটি উদ্যোগ গ্রহন করেছি। আমরা জানি আমাদের প্রানপ্রিয় স্কুলের প্রাক্তন ছাত্র- ছাত্রীদের মধ্যে অনেকে আজ সুপ্রতিষ্টিত। অনেকের কিছু করার সামর্থ আছে কিন্তু এ দুঃসময়ে কারো একার পক্ষে সাধারন মানুষের পাশে দাড়ানো সম্ভবপর নয় তাই আমরা সম্মিলিতভাবে যে যা পারি এই মহতী উদ্যোগে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
বিনীত আহবানে,
সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষে
মামুনুর রশিদ মামুন
( বি:দ্র:- আমরা আগামী রমজানের আগে কিছু জিনিস গরীব মেহনতি মানুষকে দিতে চাই, তাই যারা সহযোগিতা করতে আগ্রহী তারা নিচে আমার বিকাশ নাম্বারে পাঠাবেন। সাথে নাম, ব্যাচ এবং টাকার এমাউন্ট লিখে একটি এসএমএস পাঠাবেন।
01731180984 ( পার্সোনাল নং)
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email