সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ৬০ টি পরিবারের মাঝে ” উপহার সামগ্রী” পৌছে দেওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছি। যারা রাত জেগে পরিশ্রম করেছেন এবং সার্বিক সহযোগীতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ।
এ মহতী কাজে যারা বেশী কষ্ট করেছেন যাদের নাম না নিলেই নয় তারা হলেন:- সাত্তার ভাই-০৭/ আকতার ভাই-০৬/ রিয়াদ ভাই-০৬/রহিম-০৬/ খালেক-২০১২/ নুর মোহাম্মদ-১২/ হুজ্জাত-০৮/রহিম-১৪/ বাহাদুর-১৫/ইমন-১৬।
আর যারা অনুদান দিয়েছেন এবং মূল্যবান পরামর্শ দিয়ে সহযোগীতা করেছেন তাদের প্রতি রইল আন্তরিক কৃতঙ্গতা।
আল্লাহ যেন এই করোনা মহামারী ও রমজান মাসের উছিলায় সবার দানকে ও পরিশ্রমকে কবুল করেন। মহান রাব্বুল আলামীনের কাছে সবার সুস্বাস্থ্য ও কল্যান কামনা করি।
আমরা একটি প্যাকেটে যে সব জিনিসগুলো দিয়েছি:
১. চাল- ৭ কেজি
২. তেল- ১ লিটার
৩. ছোলা- ১ কেজি
৪. পিঁয়াজ-১ কেজি
৫. ডাল- ১/২ কেজি