জ্ঞানই শক্তি

জ্ঞানই সমৃদ্ধি

জ্ঞানই আলো

এফ এ ক্রিয়েটভ মডেল হাই স্কুল প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ

শিক্ষক ভবন, আন্দরকিল্লা, চট্টগ্রাম

প্রিয় বাঁশখালীর ২ জন বোনের Covid -19 positive আসছে।

প্রিয় বাঁশখালীবাসী,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ প্রিয় বাঁশখালীর ২ জন বোনের Covid -19 positive আসছে। সবাই আক্রান্ত বোনদের জন্য দোয়া করি। আক্রান্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রদর্শন করি। এই অসময়ে তাদের প্রতি সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিই । আক্রান্ত ব্যক্তি ও তাঁর পরিবার নিয়ে কোন হতাশামুলক ও মনোবল দুর্বল করে এমন কথা বলবেন না। গুজব ছড়ানো থেকে দূরে থাকুন। ২ জন বোনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । ওনাদের ১ জনের এখন শুধু জ্বর আছে। আরেক বোনের কোন উপসর্গ নেই আপাতত।
সবাই তাঁদের জন্য দোয়া করি।
Stay home, Stay safe.
ডা. আসিফুল হক, মেডিকেল অফিসার, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email