প্রিয় বাঁশখালীবাসী,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ প্রিয় বাঁশখালীর ২ জন বোনের Covid -19 positive আসছে। সবাই আক্রান্ত বোনদের জন্য দোয়া করি। আক্রান্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রদর্শন করি। এই অসময়ে তাদের প্রতি সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিই । আক্রান্ত ব্যক্তি ও তাঁর পরিবার নিয়ে কোন হতাশামুলক ও মনোবল দুর্বল করে এমন কথা বলবেন না। গুজব ছড়ানো থেকে দূরে থাকুন। ২ জন বোনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । ওনাদের ১ জনের এখন শুধু জ্বর আছে। আরেক বোনের কোন উপসর্গ নেই আপাতত।
সবাই তাঁদের জন্য দোয়া করি।
Stay home, Stay safe.
ডা. আসিফুল হক, মেডিকেল অফিসার, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স