জ্ঞানই শক্তি

জ্ঞানই সমৃদ্ধি

জ্ঞানই আলো

প্রাক্তন ছাত্র পরিষদ,রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বিজ্ঞপ্তি :

নগরীর সার্সন রোডস্থ নিউ লাইফ হসপিটালের হলরুমে গত ২৭শে এপ্রিল প্রতি বছরের ন্যায় প্রাক্তন ছাত্র পরিষদ, রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সঞ্চালনায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক

সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোছাইনের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ডা. আতিকুর রহমান। অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছরওয়ার কামাল।

বক্তব্য রাখছেন মো. ছরওয়ার কামাল

অনুষ্ঠানের অতিথি ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. ছরওয়ার কামাল তার বক্তব্যে বলেন, প্রাক্তন ছাত্র পরিষদ দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে প্রিয় বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে । আমাদের এই সংগঠন শুধু কক্সবাজার জেলা নয় দক্ষিণ চট্টগ্রামের জন্য উদাহরণস্বরুপ।

অনুষ্ঠানের সভাপতি ডা. আতিকুর রহমান বলেন, সকল প্রাক্তন ছাত্রদের বিদ্যালয়ের উন্নয়নে এবং অগ্রযাত্রায় ভূমিকা রাখা নৈতিক দায়িত্ব। কেননা এই বিদ্যালয়ে পড়ালেখার মধ্য দিয়ে আমরা আজ সুপ্রতিষ্ঠিত। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রাক্তন ছাত্র পরিষদ অগ্রণী ভূমিকা রাখবে এ আশাবাদ ব্যক্ত করে বলেন, সংগঠনের নেতৃত্বে তরুণদের এগিয়ে আসতে হবে। নবীনদের হাত ধরে আগামীর সুন্দর সমাজ নির্মিত হবে।

সভাপতির বক্তব্য রাখছেন ডা. আতিকুর রহমান
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email