জ্ঞানই শক্তি

জ্ঞানই সমৃদ্ধি

জ্ঞানই আলো

সদস্য ফরম বিতরণ ও সুবর্ণ জয়ন্তী রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু

নগরীর সার্সন রোডস্থ নিউ লাইফ হসপিটালের হলরুমে গত ১৯ ডিসেম্বর প্রাক্তন ছাত্র পরিষদ, রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের  সদস্য ফরম বিতরণ ও সুবর্ণ জয়ন্তী রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু  উপলক্ষে সভা  অনুষ্ঠিত হয়েছে।সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোছাইনের সঞ্চালনায় পরিষদের  সদস্য সালমান এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ডা. আতিকুর রহমান। অতিথি  ছিলেন সংগঠনের  উপদেষ্টা আমির হক মোহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছরওয়ার কামাল, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন মানিক,মোঃ আল আমিন ও রমিজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের অতিথি ও পরিষদের  উপদেষ্টা  আমির হক মোহাম্মদ আবুল হোসেন তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের মিলন মেলা হবে যা বিদ্যালয় ও ছাত্রদের  মধ্যে মেলবন্ধনের সৃষ্টি করবে।

সাধারণ সম্পাদক ছরওয়ার কামাল তার বক্তব্যে বলেন, আজকের এ ফরম বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হল।আমাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম অনলাইন বা অফলাইনে করা যাবে। আমাদের ওয়েবসাইট www.pcprfnhsc.org এর মাধ্যমে অনলাইনে রেজিষ্ট্রেশন করার সুবিধা রয়েছে।
সভাপতি  বিদ্যালয়ের  সকল প্রাক্তন ছাত্রদের  সুবর্ণ জয়ন্তীতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন আগামী ১১ই ফেব্রুয়ারিতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি। ৪ই ফেব্রুয়ারি রেজিষ্ট্রেশন এর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ব্যাচ প্রতিনিধিদের মাধ্যমে সহজে রেজিষ্ট্রেশন করা যাবে এবং আজ থেকে আমাদের সব নোটিশ ও সিদ্ধান্তসমূহ ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে।
এতে আরও উপস্থিত ছিলেন, পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন খান আলমগীর, কার্যনির্বাহী সদস্য রায়হান আকবর মানিক, মোঃ রুকুন উদ্দিন, নুরুল আবছার,সালমান, রেজাউল হাকিম, ইফতেখার হোসেন, আরমান হোসেন প্রমুখ।(বিজ্ঞপ্তি)

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email