নতুন বইয়ের আগমন!

উপকূলীয় পাবলিক লাইব্রেরীতে সম্প্রতি কিছু নতুন বই এসেছে। এই নতুন সংগ্রহে রয়েছে বিশ্বখ্যাত লেখকদের রচনাবলী এবং সমসাময়িক বিষয়াবলীর উপর ভিত্তি করে রচিত বই। আমাদের সংগ্রহশালায় নতুন যোগ হওয়া কিছু বইয়ের মধ্যে রয়েছে:

  • “হ্যারি পটার ও দ্য সোর্সেরার’স স্টোন” – জে কে রোলিং
  • “বিষাদ সিন্ধু” – মীর মশাররফ হোসেন
  • “একাত্তরের দিনগুলি” – জাহানারা ইমাম আমাদের লাইব্রেরীতে এসে এই বইগুলো পড়ার সুযোগ হাতছাড়া করবেন না। নতুন বইয়ের সংগ্রহ সম্পর্কে আরও জানতে, আজই আমাদের লাইব্রেরীতে আসুন।