প্রতিষ্ঠানের ইতিহাস

সাতকানিয়া মডেল হাই স্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মহাফিল ১৬ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ ও শিক্ষানুরাগী সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম. ইদ্রিচ, প্রচার সস্পাদক নুরুল আবছার চৌধুরী, সদস্য আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, সহ-সভাপতি মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, বিদ্যালয় পরিচালনা পর্ষদ দাতা সদস্য মোহাম্মদ শফিউল আজম, অভিভাবক সদস্য শওকত হাসান, মোহাম্মদ নাজিম উদ্দিন, শফিকুল ইসলাম, নুরুন নবী, পৌরসভা আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমির উদ্দিন চৌং, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মোঃ কামাল উদ্দিন, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজুন্নবী খোকন, শিক্ষক প্রতিনিধি সদস্য ফরিদ আহমদ, মোহাম্মদ শহিদুল ইসলাম, শামীম আকতার, সাতকানিয়া পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি আনিসুর রহমান, পৌরসভা যুবলীগ নেতা কাইছার হামিদ (অভি), পৌরসভা ছাত্রলীগের আহবায়ক মোঃ ইদ্রিস, যুগ্ন আহবায়ক মোঃ এমরান, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম প্রমুখ।

অধ্যক্ষের বাণী

আমাদের বিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি পরিবার যেখানে আমরা সবাই একসঙ্গে শিখি, বেড়ে উঠি এবং উন্নতির দিকে এগিয়ে যাই। আমাদের লক্ষ্য হল প্রতিটি শিক্ষার্থীর সম্ভাবনাকে সর্বোচ্চ মাত্রায় উন্নীত করা এবং তাদেরকে নৈতিক, সামাজিক এবং একাডেমিক ক্ষেত্রে সফলতা অর্জনে সহায়তা করা। আমাদের প্রতিটি শিক্ষার্থীই একটি স্বতন্ত্র প্রতিভা নিয়ে জন্মেছে এবং আমাদের দায়িত্ব হল তাদের সেই প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া। আমরা শ্রেণিকক্ষে মানসম্মত শিক্ষাদান, প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা এবং সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের একটি সম্পূর্ণ শিক্ষা অভিজ্ঞতা প্রদান করতে প্রতিজ্ঞাবদ্ধ।

উপধ্যক্ষের বাণী

আমি আন্তরিকভাবে আশা করি যে, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজে একজন সৎ, নৈতিক এবং সফল ব্যক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের আন্তরিক পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের একনিষ্ঠ প্রয়াসেই আমাদের এই অগ্রগতি সম্ভব হয়েছে। এই যৌথ প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও আমাদের একসঙ্গে কাজ করে বিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করতে আগ্রহী।

ছাত্রছাত্রীদের তথ্য

একাডেমীক তথ্য

শিক্ষকদের তথ্য

ডাউনলোড